শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে হযরত শাহবদ্দিন (বদনী) শাহ এর পবিত্র ওরশ মোবারক পালন ৩ নং নলকুড়া ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন তাহিরপুরের টেকেরঘাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বাঁশখালীতে বন বিভাগের সংরক্ষিত ভূমি উদ্ধার অবৈধ দখলে গড়ে ওঠা বাড়ি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত। ভুরুঙ্গামারীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ। তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ। ঝিনাইগাতীতে তীব্র শীতে অসহায় হতদরিদ্র  পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ইউএনওর মানবিক সহায়তা! বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে জেলা যুবদলের দোয়া ও খাবার বিতরণ। সুনামগঞ্জে হোটেল মজুরির বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মোবাইল ব্যাংকিং ‘নগদ’কর্মী ব্যবসায়ীদের টাকা হাতিয়ে লাপাত্তা

রিভার ক্রুস হাউস মারমেইড হানিমুন বোট এখন রূপের রানি রাঙ্গামাটিতে

এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার

পরিবার নিয়ে প্রকৃতির কোলে অন্য রকম ভ্রমণের স্বাদ নিন আমাদের আধুনিক বোট রিভার ক্রুসে।

রিভার ক্রুস হাউস বোটের বিশেষ সুবিধা:

✅ ওপেন রুফ ডেক (ঘাস কার্পেট + সাজানো গাছপালা)
✅ কাচঘেরা নিচতলা – বৃষ্টিতেও ভ্রমণের সুবিধা
✅ আরামদায়ক চেয়ার
✅ ফটোশুট ও ভিডিওর জন্য পারফেক্ট পরিবেশ
✅ লাইফ সেফটি ব্যবস্থা

✅বোটের বৈশিষ্ট্য

1. আধুনিক ডিজাইন – বোটটি দুই তলা বিশিষ্ট। নিচতলায় কাচ ঘেরা (Glass-covered) সিটিং এরিয়া আছে, আর ওপরে ওপেন স্পেস সোফা চেয়ার।

2. ওপেন রুফ ডেক – ওপরে সবুজ ঘাসের মতো কার্পেট বিছানো, চেয়ার-টেবিল, সোফা এবং টবের গাছ দিয়ে সাজানো হয়েছে।

3. সুবিধাজনক বসার ব্যবস্থা – ওপরে ও নিচে আরামদায়ক চেয়ার ও সোফা রাখা আছে।

4. সাজসজ্জা – কৃত্রিম ঘাস, টবের গাছ, রঙিন চেয়ার ব্যবহার করে নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে।

5. নিরাপত্তা – লাইফ বয়া (লাইফ সেভিং রিং) রাখা আছে যাত্রীদের সুরক্ষার জন্য।

6. বাতাস ও দৃশ্য উপভোগ – ওপরে বসে পুরো হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, আবার নিচে কাচঘেরা অংশে বসে বৃষ্টিতেও ভ্রমণ করা সম্ভব।

7. ছবি তোলার জন্য আদর্শ – ওপেন ডেক অংশ সাজানো হওয়ায় ফটোশুট ও ভিডিও করার জন্য চমৎকার জায়গা।

8. পারিবারিক ও গ্রুপ ভ্রমণের উপযোগী – অনেক মানুষ একসাথে বসতে পারে, তাই পরিবার বা বন্ধুদের নিয়ে হাওরে ঘোরার জন্য উপযুক্ত।
পরিবার, বন্ধু বা গ্রুপ ভ্রমণের জন্য একদম উপযুক্ত।
লোকেশন: তবলছড়ি বাজার, রাঙ্গামাটি

এখনই বুকিং দিন – স্মরণীয় করে তুলুন আপনার ভ্রমণ।

যোগাযোগ: 01618946484
01571233089
01828946484
01741557525

ইনবক্সে মেসেজ করুন /রিভার ক্রুজ লাক্সারি ফুল বোটের
সেবা সমূহঃ-মোট ধারণা ক্ষমতা ৩০ জন
(ফুল বোটের)
১)দর্শনার্থী চেয়ার ২০ টি কেবিনে।
২) বেতের সোফা ১৫টি ২য় তলায়।
৩) একটি ইংলিশ ওয়াসরুম কেবিনে।
৪) একটি বেসিং কেবিনে।
৫) বিজ চেয়ার ২ টি ২য় তলায়।
৬) সেলফি কণার ২য় তলায়।
৭)দক্ষ ড্রাইভার ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন।
৮) অভিজ্ঞতা সম্পন্ন সাভিস/গাইড ম্যান একটি।
৯) মাষ্টার কেবিন।
১০) টিসু বক্স।
১১) সেইফটি জন্য লাইফ জ্যাকেট লাইফ বয়া।
১২)ডিসপেনসারি বক্স নাপা, ওয়ান টাইম। বেন্ডেজ,টাপনিল,সেকলো।
১৩) গ্লাস কেবিন ওয়াটার প্রুফ।
১৪) গান শুনার জন্য সাউন্ড বক্স।
১৫)রাঙ্গামাটির দশনিয় স্থানে গাইড বই।
১৫)সুন্দর একটি বেড রুম।
১৬)টি ব্যাগ চা ফ্রী।
১৭) আটিফিয়াল ঘাস কারপেট।
১৮) সাউন্ড প্রুফ ইঞ্জিন।
১৯) রাতের আলোকসজ্জা।
২০)সুন্দর একটি বেলকনি/ছাদ বাগাম/বারান্দা/ রিভার ক্রুস বোটের সারাদিন ১০টি দর্শনীয় স্থান সমূহ (ফুল বোট)
শুভলং ঝর্ণা, স্বগ ছেড়া রেষ্টুরেন্ট, পলওয়েল পার্ক, নীলাঞ্জনা রিসোর্ট, আদিবাসী গ্রাম, পেদা টিং টিং রেষ্টুরেন্ট, বৌদ্ধ মন্দির, জুম ঘর, ছোট ঝর্ণা,ঝুলন্ত সেতু (শেষ গন্তব্য/নমিয়ে দেওয়া হবে) ১০% ডিসকাউন্ট..!
রেগুলা প্রাইজ ১০০০০ টাকা
ডিসকাউন্ট পর (ফুল বোট সারাদিন) ৮৫০০/- টাকা
(ড্রাইভার পরামর্শে কোনো রেষ্টুরেন্টে খাবার অর্ডার করবেন না। উপরের দর্শনীয় স্থান ছাড়া অন্য কোনো স্থান গেলে কতৃপক্ষের অনুমতি নিতে হবে।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর