মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর অন্যতম আলেম মাওলানা জুবায়ের হুসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যেই তিনি এই সংগঠনে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন। যোগদান অনুষ্ঠানে মাওলানা জুবায়ের হুসেন বলেন, *“বর্তমান প্রেক্ষাপটে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্যই আমি এই আন্দোলনের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছি।”*
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনির হাতে সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগদান করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ ওমর ফারুক ফারুকী, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
যোগদান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মুফতী মুহাম্মাদ ওমর ফারুক ফারুকী মাওলানা জুবায়ের হুসেনকে উপজেলা কমিটির সদস্য হিসেবে ঘোষণা করেন।