নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা,পূর্ব মহেশকুন্ডি গ্রামে, ২০৫ নং নাসির উদ্দিন বিশ্বাস পূর্ব মহিষকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এ বিদ্যালয়ে অজ্ঞাত কোন এক গ্রুপ তালা দিয়েছে অফিসে এবং ক্লাস রুমে।
এবং স্কুল প্রাঙ্গন জি, আই, তারের বেড়া সিমেন্টের খুঁটি দিয়ে ঘেরা ছিলো সেখানকার ১০টা খুটি ভেঙে দিয়েছে কোন এক অজ্ঞাত ও এক গ্রুপ, সেখানকার শিক্ষকদের দাবি এদের আইনের আওতায় এনে জোর দাবি বিচার হওয়া উচিত। এটা কোন রাজনৈতিক কার্যকলাপের জায়গা নয়।
এখানে ছোট ছোট কোমলমতি বাচ্চাদের পড়াশোনার জায়গা, এইসব জায়গায় যদি এরকম কর্মকান্ড হয়, তাহলে কিভাবে হবে, শিক্ষাই জাতির মেরুদন্ড?