নিজস্ব প্রতিবেদক:-
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক আলোচনা করেছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
গত (১১ নভেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় অবস্থান ও সামনের কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সোবাহান পুটু। এছাড়াও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ নেতৃত্ব ও গণমানুষের সমর্থনে আগামীর আন্দোলন-সংগ্রামে বিএনপি পুনরায় জনগণের আস্থা অর্জন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।