শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্বাচল ৩০০ ফিট সড়কে উল্টোপথে আসা প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মনির।। সাধারণ সম্পাদক আঃ মালেক বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসন কতৃক মেধা যাচাই পুরস্কার বিতরণ সউফো শীতের পিঠা রেসিপি কনটেস্ট ২০২৫ (সিজন -১) অনলাইন রেসিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন যাঁরা। রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা রূপগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর। ৭১’ এর বিজয় তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট

আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ইসমাইল হোসেন(৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত ১১নভেম্বর মঙ্গলবার রাতে ইসমাইল হোসেন বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় পৌঁছলে দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তুল ও হাতুরিসহ দেশীয়

অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা নগদ ৩লাখ ৫০হাজার টাকা লুটে নেয়।

পুলিশ জানায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। যুবদল নেতা ইসমাইল হোসেন এসব কর্মকান্ডের প্রতিবাদ ও বাঁধা দিলে রাসেল ফকির এবং তার নিয়োজিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং বাম পায়ে গুলি করে।

গুলিবিদ্ধ ইসমাইল হোসেন মাটিতে লুটে পড়ে। তখন সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর