বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা সকলে মিলে ভোলা বরিশাল সেতু’র কাজ করবো। ভোলা একটি সরকারি হাসপাতাল করবো। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলায় অনেক উন্নয়ন মূলক কাজ করতে পেরেছি যাহা এখনও দৃশ্যমান রয়েছে এবং আগামীতে আপনারা ধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করলেও এ অঞ্চলে আরও ব্যাপক উন্নয়ন মূলক কাজ করবো ইনশাআল্লাহ। বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাস কূপ থেকে এ উপজেলার মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছিয়ে দিব।
ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপি’র মনোনিত প্রার্থী আলহাজ¦ হাফিজ ইব্রাহীম কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন তিনি। তিনি তার বক্তৃতার শুরুতে উপজেলা বিএনপি’র নিহত ও জুলাই অভুত্থানে নিহত আহতদের স্মারণ করে আরও বলেন, আপনারা আপনাদের মূলবান ভোট ধানের শীর্ষে দিয়ে জয়যুক্ত করুন আমরা আপনাদের কল্যাণে সব সময় কাজ করবো।
এখন সাংবাদিকরা নিরাপদে কাজ করতে পারেন। কিন্তু আওয়ামীলীগের শাসন আমলে সাংবাদিকরাও দেশে নিরাপদে ছিল না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এ দুই উপজেলা কে মাদক মুক্ত ঘোষণা করা হবে। যে বা যাহারা এ মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হবে। তিনি বিএনপি নেতাকর্মীদেরকে জামায়েত ইসলামের ব্যাপারে সর্তক থাকার নির্দেশ প্রদান করেন এবং বহিরাগতদের গতিবিধি লক্ষ রাখার পরামর্শ দেন।
বৃহস্পতিবার বিকেলে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. সরোয়ার আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহŸায়ক শফিকুর রহমান কিরন মিয়া, যুগ্ম আহŸায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহŸায়ক হারুন অর রশিদ ট্রুমেন মিয়া, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র উপদেষ্টা আল এমরান খোকন মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী ফিরোজ আলম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আকবর হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক মো. লিটন চৌধুরী, জেলা কমিটির সদস্য ফিরোজ কাজী, উপজেলা আহŸায়ক কমিটির সদস্য এড. ফরিদুর রহমান মিয়া, পৌর বিএনপি’র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন মিয়া, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির পালোয়ান, উপজেলা যুবদলের আহŸায়ক মো. শিহাব হাওলাদার, সদস্য সচিব মো. জসিম খান, ছাত্রদল সভাপতি দানিস চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার প্রমূখ সহ উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলেওয়াত করেন মাওলানা ইয়াহিয়া। অনুষ্ঠানের শেষে জামায়েত এর ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানের পূর্বে প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা হতে ডাকঢোল বাজিয়ে ধানের শীর্ষের ¯েøাগানে মুখরিত করে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক মো. নাছিম কাজী ও পৌর বিএনপি’র নেতা মো. বশির আহমেদ মিয়া।
মো. ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
১৩-১১-২০২৫