শফিকুল ইসলাম স্বাধীন
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের পক্ষে স্থানীয়ভাবে ব্যাপক সমর্থনের ছাপ মিলেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে এলাকাবাসী এবং স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সুনামগঞ্জ-১ আসনের দীর্ঘদিনের অবহেলা দূর করতে ধানের শীষই একমাত্র বিকল্প। তারা জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে পরিবর্তনের সূচনা ঘটানোর আহ্বান জানান।
নেতাকর্মীরা আরও বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে নানা উদ্যোগে যুক্ত রয়েছেন। তিনি নির্বাচিত হলে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুশাহিদ আলম তালুকদার, সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছামাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠক শেষে বিএনপি, অঙ্গসংগঠন এবং সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।