মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

বাঁশখালী পূর্ব বৈলগাঁও “আহলে বাইতে রাসুল (স:) সুন্নিয়া মাদ্রাসা” হেফজখানা ও এতিমখানার ১০ম তম বার্ষিক সভা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
উক্ত বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম সালাউদ্দিন কামাল।
উক্ত বার্ষিক সভায় প্রধান ওয়ায়েজ হিসেবে তক্বরীর পেশ করেন, হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী সাহেব, চেয়ারম্যান, রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ।
প্রধান আলোচক হিসেবে তকরির করেন, হযরতুলহাজ্ব আল্লামা হাসান রেজা আল-কাদেরী সাহেব অধ্যক্ষ, উরকিরচর ইসলামীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, রাউজান, চট্টগ্রাম।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, হযরতুলহাজ্ব আল্লামা আশেকুর রহমান আল-কাদেরী, মুহাদ্দিস, পশ্চিমচাল ইসলামীয়া কামিল মাদ্রাসা, আনোয়ারা, চট্টগ্রাম।
হযরত আল্লামা আবুল হাশেম আনোয়ারী আরবী প্রভাষক, বরুমছড়া গাউছিয়া মঈনুল উলুম মাদ্রাসা, আনোয়ারা, চট্টগ্রাম।
হযরত মাওলানা মুহাম্মদ হুমায়ুন কবির সাহেব খতিব, হযরত ঝিনজি ফকির শাহ্ (রাঃ) অলি নুর জামে মসজিদ, বৈলগাঁও, বাঁশখালী।