মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
কুুতুব শরীফ দরবার ২০২৬ সালের ওরশ উপলক্ষে বাঁশখালী থানা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,উক্ত সভায়, সভাপতিত্ব করেন কাজী মমতাজ উদ্দীন (সভাপতি কুতুব শরীফ দরবার,বাঁশখালী থানা ও সাবেক প্যানেল চেয়ারম্যান ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ)
প্রধান মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন,
শাহাজাদা আতিকুল মিল্লাত আল কুতুবী( যুগ্ম পরিচালক কুতুব শরীফ দরবার) প্রধান বক্তা হিসেবে ভক্ত আশেকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, শাহাজাদা সৈয়দুল মিল্লাত আল কুতুবী( যুগ্ম পরিচালক কুতুব শরীফ দরবার।)
বিশেষ মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহাজাদা জিল্লুল করিম আল কুতুবী (যুগ্ম পরিচালক কুতুব শরীফ দরবার)
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহাজাদা আবদুল করিম আল কুতুবী (যুগ্ম পরিচালক কুতুব শরীফ দরবার)
উক্ত মতবিনিময় সবাই আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা আলী আহমদ,৷
সাধারণ সম্পাদক জাকের আহমদ, হারুন, সেকান্দর, ইসমাঈল মেম্বার, আব্দুল জব্বার, ডা.জাকারিয়া, নুরুল আলম ফকির, মো ইদ্রিস, আমানউল্লাহ, আজীম, মো রাসেল, কবির সওদাগর, রফিক, ফজলুল কাদের, নুরুল আমিন,আব্দুল করিম,বোরহান এবং প্রতিটি ইউনিয়ন কমিটির সদস্য বৃন্দ ও শতশত বাবাজান কেবলার ভক্ত আশেক বৃন্দরা উপস্থিত ছিলেন।