সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাজশাহী বাঘায় গাজার গাছ সহ আটক ১। ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে।

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিনের ডক্টরেট অর্জনে সম্মাননা।

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্কুলের এডহক কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক হিউম্যান পিস ইউনিভার্সিটি গ্লোবাল থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে সদ্য ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত লায়ন সালাউদ্দিন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তাঁর বক্তৃতায় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সম্মান শুধু সনদ বা সার্টিফিকেটের নয়, চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ অর্জনের। তোমরাই হাটহাজারীর ভবিষ্যৎ, তোমাদের দায়িত্ব দেশের প্রতি, মানুষের প্রতি। প্রকৃত শিক্ষা সৎ, নৈতিক ও মানবিক হওয়ার শিক্ষা দেয়।”

ব্যারিস্টার হেলাল আরও বলেন, “মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের নেশা থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন।”
তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের প্রতি সহযোগিতা ও যথাযথ দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ সাহেব,
উপজেলা চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক ও উপহার প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ক্রেস্ট। শেষে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য লায়ন সালাউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন – আলহাজ্ব নুর মোহাম্মদ, প্রফেসর গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, ডা. রফিকুল আলম, কলামিস্ট টিপু সুলতানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “ভালো ফলাফল কেবল শুরু, প্রকৃত জয় হলো সৎ, সাহসী ও সামাজিকভাবে দায়িত্ববান মানুষ হওয়া।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু সত্যজিৎ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর