মোঃতোফাজ্জল হোসেন, সটাফ রিপোটার।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর বাঘা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, প্রকল্প অফিসার মাহমুদুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার মোঃ মুনছুর আলী,সহকারী ভ্যাটেনারী অফিসার আঃমালেক সহ বিভিন্ন এলাকার খামারী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংস্কৃত কর্তৃপক্ষ জানান এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ পালন করা হবে। এর আওতায় খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প ও সচেতনতামূলক প্রচার পরিচালনা করা হবে।
পরে প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামারী ও গরু মালিকদের প্রানিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশুপালনে উৎসাহ প্রদান করেন ইউএনও শাম্মী আক্তার।