নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সাগরিকা বিসিক শিল্পাঞ্চল। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানার বিসিকের স্থানীয় এক মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য অবদানের কথা স্মরণ করে তাঁর সুস্থতার জন্য উপস্থিতসহ দেশের সবার কাছে দোয়া কামনা করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর নেতৃত্ব আজও শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। এই প্রয়াসে তাঁরা তাঁর দ্রুত আরোগ্য লাভে সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
মাহফিলের পরিবেশ ও আয়োজন
দোয়া–মিলাদ মাহফিলটি সাগরিকা বিসিক শিল্পাঞ্চল শ্রমিকদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ–নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে দেশনেত্রীর সুস্থতা, জাতির কল্যাণ এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।
শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, দেশের গণমানুষের অধিকার পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অম্লান। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পক্ষে আপোষহীন থেকে লড়াই করেছেন—যা দেশের কোটি মানুষের কাছে অনুপ্রেরণা।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন—
নজরুল ইসলাম নিয়াজি সভাপতি, চট্টগ্রাম মহানগর শ্রমিক দল,
মোঃ সরওয়ার হোসেন,সভাপতি, চট্টগ্রাম মহানগর পাহাড়তলী বিসিক শ্রমিকদল,মোঃ আলমগীর,মোঃ সাদেক,মোঃ মিনহাজ উদ্দীন বাবলা,মোঃ কামাল উদ্দীন,মোঃ রিয়াজ হোসেন, মোঃ গিয়াস উদ্দিন,মোঃ হাতেম আলী,রুহুল আমিন, মোঃ কাউছার, মোঃ আরিফ,মোঃ আবিদ, মোঃ শহিদুল্লাহ।
এ ছাড়া সাগরিকা বিসিক শিল্পাঞ্চল ও পাহাড়তলী থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে কর্মীদের মধ্যে তবরুক বিতরণ করা হয়।
উক্ত দোয়া ও মাহফিলে নেতারা বলেন,
“দেশের মানুষের প্রত্যাশা—খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে পুনরায় দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবেন। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী জনগণেরও প্রত্যাশা।তাঁরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া দেশনেত্রীর সুস্থতার জন্য আরও দোয়া ও সহযোগিতা কামনা করেন।