শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
“ভাবনায় বিষাদ সিন্ধু তুমি”-মোঃ সেলিম উদ্দিন রংপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: শাহাদত চেয়ারম্যান ও মোজাম্মেল সাধারণ সম্পাদক বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম করে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপি বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন। সুনামগঞ্জ পৌর শহরে গৃহ-বধূ সুমি দাশ চৌধুরীর আত্ম-হত্যা এখন হত্যা মামলায় পরিণত ফেঁসে গেলেন শশুর শাশুরী ও বটিয়াঘাটায় শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগ থেকে পদত্যাগ ১৫ পদের বিপরীতে ৩১ নমিনেশন দাখিল লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২৫ জানুয়ারী ২০২৬,রবিবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হবে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জাফর ইকবালের হাসি, গান, অভিনয় সব কিছুই আমাদের সঙ্গে বেঁচে আছে: ববিতা আগে গুলি করবো, পরে প্রশ্ন’, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের

বরেন্দ্রভূমির কণ্ঠ 

এস এম শ্রাবণ মাহমুদ / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বরেন্দ্রভূমির কণ্ঠ 

 

শামীমা নাইস

 

রোদে পোড়া মাটির বুক থেকে

উঠে আসা এক নাম।

আমার পায়ের নিচে ইতিহাস,

আমার শিরায় শিরায়

বেঁচে থাকার গান।

 

আমার চুলে বাতাস লাগে

আমন ধানের গন্ধ নিয়ে,

চোখে জমে থাকে

দূরের মাঠ, নীল আকাশ

আর অনুচ্চারিত ধৈর্যের জল।

 

আমি নরম—

কিন্তু ভঙ্গুর নই।

আমি চুপ—

কিন্তু নিস্তব্ধ নই।

আমার নীরবতায় আছে

সহস্র দিনের ধৈর্য।

 

আমি বরেন্দ্র কন্যা—

আমার ভালোবাসা নদীর মতো,

ধীরে চলে, গভীরে যায়।

আমার রাগ আগুন নয়,

রোদ—

পুড়িয়ে শুদ্ধ করে।

যে মাটি ফেটে যায় তৃষ্ণায়,

সেই মাটিই আমাকে শিখিয়েছে

কীভাবে মাথা উঁচু করে

ফসল ফলাতে হয়।

আমি তাই ভেঙে পড়ি না—

আমি ফসল হয়ে ফলি।

 

আমি বরেন্দ্র কন্যা—

এই পরিচয় কোনো অলংকার নয়।

এ আমার শিকড়,

আমার সাহস,

আমার আলোর ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর