মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইঞ্জিনিয়ার তুহিনের পক্ষে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মোঃ আব্দুর রাজ্জাক রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলা প্রাণনাশের হুমকি ॥ থানায় অভিযোগ শুভ জন্মদিন 🎉: আমাদের অনুপ্রেরণা, প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আমাদের দায়িত্ব ও জনগণের প্রত্যাশা – আরমান হোসেন ডলার জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগ শ্রমিক ইউনিয়নে ক্রাম বোর্ড প্রদান ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার

বালিয়াডাঙ্গীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ১৬৮টি পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

মোঃ আব্দুস সবুর(ষ্টাফ রিপোর্টার) / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


মোঃ আব্দুস সবুর(ষ্টাফ রিপোর্টার)

:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ অক্টোবর ভোরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে পারিয়া ইউনিয়নের পিয়াজুপারা গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। মুহূর্তের ঝড়ে বহু ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার।

৪ নভেম্বর (মঙ্গলবার)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম এর পক্ষ থেকে পারিয়া ইউনিয়নের পিয়াজুপারা গ্রামে সম্প্রতি আকস্মিক টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১৬৮ হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ,পারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ দানারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম বলেন,
আমরা আপনাদের কাছে রাজনীতি করতে বা করুণা দেখাতে আসিনি, বরং মানবিক দায়িত্ব থেকে পাশে দাঁড়াতে এসেছি। এই সহায়তা কোনো দান নয়, এটি আমাদের পক্ষ থেকে একটুখানি উপহার আপনাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার প্রকাশ।

এসময় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। আমরা কেবল আর্থিক নয়, নৈতিক ও সামাজিক দিক থেকেও আপনাদের পাশে থাকতে চাই।

সহায়তা গ্রহণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হয়। অনেকেই বলেন, আমরা ভেবেছিলাম কেউ আমাদের খোঁজ নেবে না,কিন্তু আজ মনে হচ্ছে আমরা একা নই।

অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণ ও দেশবাসীর শান্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর