আল হেদায়েতুল্লা (সুজন), রংপুর বিভাগীয় প্রধান: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও নিন্দা সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের ডালপট্টিতে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব ও নীলফামারী-০২ আসনের মনোনীত প্রার্থী ডা. কামরুল ইসলাম দর্পণ, ১ নং যুগ্ম আহ্বায়ক শামসুল হক শাহসহ অন্যান্য বক্তারা। তারা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
কর্মসূচিতে এনসিপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।