মোঃ রফিকুল ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোটখামারী( বকুলতলী) গ্রামের আব্দুল বারেক খান এর ছোট মেয়ে সাদিয়া খানম শেফা রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। জয়মনির হাট ইউনিয়নের ইউনুস আলী ও সরভানু মেয়ে রেজিয়া খাতুন এবং মৃত আফাজ উদ্দিন ও মৃত হালিমা বেগম এর ছেলে আব্দুল বারেক খান। উভয়ের নাতনী সাদিয়া খানম শেফা রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। সাদিয়া খানম শেফার পিতা একজন ভূরুঙ্গামারী উপজেলা মাদার ক্লিনিক এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং মাতা রেজিয়া খাতুন একজন গৃহিণী। স্হানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক খান তিনি দুই কন্যা সন্তানের জনক। তার বড় মেয়ে বজনুন নাহার বিপা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফিসারিস বিষয়ে অনার্স এবং মাষ্টাস শেষ সেমিস্টারের ছাত্রী। নবাগত রংপুর মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত সাদিয়া খানম শেফা আব্দুল বারেক খান এর ছোট মেয়ে। স্কুল জীবনে সাদিয়া খানম শেফা শহীদ ওহাব কিন্ডারগার্টেন থেকে পিএসসি,জয়মনির হাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি, এস এস সি এবং হলিল্যান্ড কলেজ, দিনাজপুর, থেকে এইচএসসি পাশ করেন। শিক্ষা জীবনে সাদিয়া খানম শেফার সমস্ত রেজাল্ট গোল্ডেন প্লাস। পরিশেষে সাদিয়া খানম শেফা বলেন, আমি চিকিৎসক হয়ে বের হলে এলাকার মানুষের সেবায় নিজেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।