বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১লা নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এউপলক্ষে সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বর্ণাঢ্য র্যালীর শেষে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহাকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামাতের আমীর রুকন উদ্দিন, প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাছরুল, এনসিপি নেতা সায়মন হাসান, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুল প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।