জামালপুরের বকশিগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নে মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম পুষ্টি কমিটি গঠন করা হয়েছে।
৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম,বেসরকারী সংস্থা গেইনের কনসালটেন্ট নিহার কুমার প্রামাণিক
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল,সচিব রাসেল মাহমুদ,কৃষি উপ-সহকারী শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি উপ-সহকারী হাবিবুর রহমান,দিন আল-হাসান, কামালপুর বাজার মসজিদের প্রেস ইমাম আব্দুর রাজ্জাক
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান লাবনী আক্তার,সু-বর্না বেগম,হোসনারা বেগম,সাংবাদিক ইলিয়াস শাহ,ধানুয়া কামালপুর
হাট- বাজার প্রতিনিধি মাসুদ মিয়া সহ অত্র ইউনিয়নের বিভিন্ন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুষ্টি কমিটি গঠনের পাশাপাশি মানবদেহে যাতে সঠিক পুষ্টি ঘাটতি পূরণ হয় সেই লক্ষ্যে সংস্থাটি জনগণের মাঝে কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যেই সংস্থাটি জামালপুর জেলা মোট ২৮টি পাইলট প্রকল্প চালু করেছেন তার মধ্যে বকশীগঞ্জে ছয়টি প্রকল্প নিয়ে কাজ করছেন সংস্থাটি।
মোঃ ইলিয়াস শাহ, দৈনিক সোনালী সময় জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি।