মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়।
পরে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা-এর, তবে তিনি অনিবার্য কারণে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নিজাম, যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন, ইফতেখারুল ইসলাম শ্যামা, মোখলেছুর রহমান, সাখাওয়াত হোসেন তাওহীদ, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশেদা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ এবং আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল।
এছাড়া উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হলো ৭ নভেম্বর। এই চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে।”
বক্তারা জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে দলমত নির্বিশেষে কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করার আহ্বান জানান।