
শিল্পের স্পন্দনে মুখর হলো কারমাইকেল কলেজের বাংলা মঞ্চ। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির অন্যতম প্রধান সাংস্কৃতিক উদ্যোগ, ‘স্পন্দন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন’, গতকাল শুক্রবার (৭ নভেম্বর) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
দিনব্যাপী এই আয়োজনে কলেজ ক্যাম্পাসে তৈরি হয়েছিল এক আনন্দময় উৎসবের আবহ।
সকাল ৯টায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। স্পন্দনের সদস্যরা ব্যানার, ফেস্টুন আর লোকনৃত্যের তালে তালে কলেজের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আলোচনা সভা: ঐতিহ্যের প্রতিচ্ছবি
শোভাযাত্রা শেষে বাংলা মঞ্চে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আলোচনা সভা। বিদায়ী সভাপতি জনাব মোঃ রিয়াদ আমিন-এর সভাপতিত্বে এবং রিজওয়ানা রিয়া-এর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় সংগঠনের তিন দশকের বেশি সময়ের ইতিহাস ও সংস্কৃতির বিকাশে এর ভূমিকা তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জনাব মোঃ হাবিবুর রহমান, যিনি অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান-এর প্রতিনিধিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক জনাব দিলীপ কুমার রায়।
এছাড়াও, মঞ্চে উপস্থিত ছিলেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক জনাব মোঃ জিল্লুর রহমান, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব অভিলাষময় ঈশোর, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব এম,এ রউফ খান, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির জনাব মোঃ মনিরুল হক প্রধান, এবং সংগঠনটির সাবেক সভাপতি জনাব মঞ্জুর রহমান রাইটু ও জনাব মোঃ আদম আলী প্রমূখ।
অতিথিরা ‘স্পন্দন’-এর সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। আলোচনা শেষে বর্ণাঢ্য আয়োজনে ৩৪ বছর পূর্তির কেক কাটা হয়।
নতুন নেতৃত্বের হাতে সংগঠনের মশাল
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নেতৃত্ব পরিবর্তনের আনুষ্ঠানিকতা। শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক জনাব দিলীপ কুমার রায় আনুষ্ঠানিকভাবে ১ বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। নতুন এই কমিটিতে জনাব শাহী ফারজানা মিতু-কে সভাপতি এবং জাকিয়া ইয়াসমিন-কে সাধারণ সম্পাদক করে মোট ১৩ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।
নতুন নেতৃত্ব ঘোষণার সময় মঞ্চে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সংগঠনের সাবেক সভাপতিগণ মঞ্চে এসে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও কলেজের অন্যান্য সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
দিনের শেষ ভাগে শুরু হয় স্পন্দন সদস্যদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। গান, নাচ, এবং নাটকের অংশবিশেষ পরিবেশনার মাধ্যমে পুরো সন্ধ্যা মাতিয়ে তোলেন শিল্পীরা।
কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিসহ প্রায় পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতি প্রমাণ করে, সুস্থ সংস্কৃতি চর্চার প্রতি কারমাইকেল কলেজের গভীর অনুরাগ এখনও অটুট।
এই সফল আয়োজনের মধ্য দিয়ে ‘স্পন্দন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন’ তাদের সুদীর্ঘ পথচলার আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করলো।