মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার পত্নীতলায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
তদুপলক্ষে পত্নীতলা উপজেলায় গড়ে ওঠা ৩০ টি বীজ ব্যাংক হতে সংগ্রহকৃত প্রায় ৬০ কেজি বীজ প্যাকেটজাতকরণ এবং ৬টি গ্রামের ৮৮০ টি পরিবারের উদ্দেশ্যে বীজ বিনিময় করা হয়। ১৬-২২ নভেম্বর ২০২৫ শীতকালীন শাক সবজির বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন করা হলো।
এ সময় পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবারকে শীতকালীন শাকসবজির বীজ বিনিময় করা হবে। বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন বলেন “বিনিময়ের মাধ্যমে আমাদের দেশীয় বীজকে টিকিয়ে রাখতে হবে। দেশী জাতের শাকসবজি ও ফলমূল যতো বেশি উৎপাদন হবে মানুষ ততো বেশি রোগমুক্ত জীবন যাপন করতে পারবেন।
দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণ উদ্দেশ্যে দি হাঙ্গার প্রজেক্ট টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচির উদ্যোগে সারাদেশে ৫০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। গর্ভবতী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং জনসাধারণের পুষ্টি নিশ্চিত করাই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।”