মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর জয়মনির হাট জামে মসজিদ প্রাঙ্গনে শহীদ লেঃ আবু মঈন মুহাম্মদ আশফাকুশ সামাদ বীর উত্তম এর ৫৪ তম শাহাদাত বার্ষিকী ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন, অবসর প্রাপ্ত সেনা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি ও শহীদ লেফটেন্যান্ট সামাদ নগর বালিক উচ্চ বিদ্যালয় এর আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ সরকার (অবঃ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় কমিটি ঢাকা,আলহাজ্ব সাইফুর রহমান রানা, সাবেক জাতীয় সংসদ সদস্য, ২৫ কুড়িগ্রাম -১ ও সাবেক সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা বিএনপি,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল,কুড়িগ্রাম জেলা শাখা ও সাবেক এম পি, ২৮ কুড়িগ্রাম -৪, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, আহবায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট, কুড়িগ্রাম, কাজী গোলাম মোস্তফা,
সহকারী অধ্যাপক, ভূরুঙ্গামারী সরকারি কলেজ, আল হেলাল মাহমুদ, অফিসার ইনচার্জ ওসি ভূরুঙ্গামারী থানা,কাজিম উদ্দিন সরকার, প্রধান শিক্ষক,শহীদ লেফটেন্যান্ট সামাদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।