রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের পথচলার প্রেরণাঃ সোহেল সরকার মোল্লাহাটে প্রবাসীর স্ত্রীর ঘরে ও দোকানে পরিকল্পিত হামলা ও লুটপাটএর অভিযোগ : ৩ মহিলা সহ আহত ৪ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিরেক্টর নির্বাচিত মায়েদুল হক বসুনিয়া (তূর্য) ডোমার উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাজশাহী বাঘায় গাজার গাছ সহ আটক ১। ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে। শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে এনসিপির বিক্ষোভ ও নিন্দা সমাবেশ বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর শাখা ব্যুরো অফিসের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-উৎসবমুখর ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর ব্যুরো শাখা অফিসের উদ্বোধন। দেশ, সমাজ ও মানুষের অধিকার রক্ষায় অগ্রসরমান এই পত্রিকার নতুন ব্যুরোর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বৃহত্তর মিরপুরের সংবাদকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সংগঠক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি ফিতা কেটে ব্যুরো কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন—“মাতৃজগত সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। গত ২৩ বছর ধরে আমরা সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। দেশ–বিদেশের প্রতিটি স্থানে আমাদের সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরছেন।”

তিনি আরও বলেন—“মিরপুরের সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ—আমরা ঐক্যবদ্ধ থাকবো। একজন সাংবাদিক যদি নির্যাতনের শিকার হন, তাহলে আমরা সবাই তার পাশে দাঁড়াবো, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। সাংবাদিকতার মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

এসময় তিনি ঘোষণা করেন যে, ঢাকা মহানগর উত্তর ব্যুরোর নতুন ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এস. এম. রফিক। তার সফলতা কামনা করে তিনি দোয়া চান।

খান সেলিম রহমান আরও বলেন—“আমার প্রতিষ্ঠানগুলো শুধু আমার নয়—আপনাদের সবার। এমন কোনো কাজে জড়াবেন না যাতে প্রতিষ্ঠানটির মান–সম্মান ক্ষুণ্ণ হয়। ঘুষখোর, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা অপরাধীদের বিরুদ্ধে তথ্য–প্রমাণসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। কোনো হুমকি–ধমকি বা মামলার ভয় পাবেন না—আমি সবসময় আপনাদের পাশে আছি।”

বিশেষ অতিথির বক্তব্যে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরশেদ বলেন—“সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সত্য সংবাদ লিখবেন এবং অপরাধ, চাঁদাবাজি ও দুর্নীতির তথ্য আমাদের দিয়ে সহযোগিতা করবেন। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি।”

রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির জন বলেন—“মাতৃজগতের এই নতুন অধ্যায় শুধু একটি অফিস নয়; এটি সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার শক্ত ভিত্তি।”

এছাড়া বক্তব্য রাখেন—
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও দৈনিক মাতৃজগতের বার্তা সম্পাদক ওয়ারেছ আহমেদ ভুইঁয়া,রূপনগর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল আউয়াল, ৯২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিজাম স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদল ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ—ইউসুফ, মোহাম্মদ আলী, হান্নান, ফয়েজ হাওলাদার, কামাল মাতব্বর, কাশেম, সোহেল রানা, স্বপন, জসিম, আক্তার, রফিকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন—“গণমানুষের কথা বলা এবং সত্য প্রকাশের লড়াইয়ে মাতৃজগত বরাবরই সাহস দেখিয়েছে। নতুন এই ব্যুরো অফিস উত্তর ঢাকায় সাংবাদিকতার নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।”

উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বক্তারা একযোগে প্রত্যাশা ব্যক্ত করেন—“সত্যের পক্ষে কলম থামবে না—থামবে না মাতৃজগতের অগ্রযাত্রা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর