শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে আয়োজিত মোটর শোভাযাত্রা ও জনসমাবেশ যেন রূপ নেয় জনতার ঢলে।
“লাগারে লাগা ধান লাগা”—ধ্বনিতে মুখরিত ছিল পুরো বাজার এলাকা।
শুক্রবার ২৮ই নভেম্বর বিকেলে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভা দিয়ে শুরু হওয়া এ আয়োজন কিছুক্ষণের মধ্যেই এক বিশাল গণসমাবেশে পরিণত হয়। মানুষের ঢল নামায় পথসভাটি প্রচলিত সীমা ছাড়িয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনের অন্যতম বড় জমায়েতে রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হক।
মঞ্চে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রাখাব উদ্দিন, গোলাম নুর, বেলায়েত হোসেনসহ ছাত্রদল–যুবদল–স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
খালেদা জিয়া ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে”আবেগঘন বক্তব্য আনিসুল হকের
বক্তব্যের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অন্যায় আচরণের প্রসঙ্গ উল্লেখ করে আবেগে কণ্ঠ ভারী করে বলেন—
আমাদের নেত্রীকে বিনা কারণে কারাগারে রাখা হয়েছিল। তারেক রহমানও অযাচিত নির্যাতনের শিকার হয়েছেন। তবু তারা দেশ ছেড়ে পালাননি—কারণ তাঁদের হৃদয়ে রয়েছে দেশের মানুষ।”
তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং সমাবেশস্থলে উপস্থিত হাজারো মানুষকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
আনিসুল হক বলেন-বাদাঘাট ও মিয়ারচর নদীতে আধুনিক ব্রিজ নির্মাণ,বেকার যুবকদের কর্মসংস্থান,হাওর ফসল রক্ষা বাঁধে দীর্ঘমেয়াদি স্থায়ী পরিকল্পনা,শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন।
আমার চার উপজেলার প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই।
তিনি আরও বলেন- ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবিক রাজনীতি, এ আসনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই আমরা একে অপরের ভাই। আমরা ধর্ম-বর্ণ নয়, মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে রাজনীতি করি।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।